এন আর ডি ডেস্ক নিউজ
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বুধবার রাতে পশ্চিম তীরের কালকিলিয়া শহরে অভিযানের সময় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ফারেস আবু সামারাহ। তার মাথায় গুলি করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি সেনারা কালকিলিয়া শহরের নাক্কার জেলায় গভীর রাতে অভিযান চালায়। তারা স্থানীয় বাসিন্দা ও তাদের বাড়িঘর লক্ষ্য করে সরাসরি রাবার বুলেট, স্টেন গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুড়ে মারে।
এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। তবে ওয়ান্টেড ব্যক্তিদের ধরতেই এ অভিযান চালানো হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।