ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি আর নেই। দেশটির মিলানে সান রাফায়েল হাসপাতালে ৮৬ বছর বয়সে সোমবার তিনি মৃত্যুবরণ করেন।
বেশ কিছুদিন ধরেই লিউকেমিয়ায় ভুগছিলেন বারলুসকোনি। এছাড়া সম্প্রতি তার ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছিল। গত এপ্রিল মাসে ক্রনিক লিউকোমিয়ায় ফুসফুসের সংক্রমণের জন্য হাঁসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি নিউজ।
বারলুসকোনির মৃত্যুর সংবাদে টুইটারে শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো। তিনি বলেন, বারলুসকোনির মৃত্যু একটি ‘বিশাল শূন্যতা’ তৈরি করেছে।
ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা বারলুসকোনি। ১৯৯৪ সালে তিনি প্রথমবার ক্ষমতায় আসেন। এরপর ২০১১ সাল পর্যন্ত চারবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বারলুসকোনি।
তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ছিল। যা দীর্ঘদিন ধরে তদন্ত করে দেশটির প্রশাসন।
ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছিলেন ইতালির সাবেক এই প্রধানমন্ত্রী।