ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে ইভা বেগম নামে ৯ বছর বয়সী এক স্কুল ছাত্রীর গলাকাটা মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটি নির্মম ভাবে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হলেও ঘটনায় জড়িত কাউকে এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি। বুধবার সন্ধ্যার পর বাড়ির পাশের একটি ধান ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে থানা পুলিশ। সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শী গ্রামের মোশাহিদ আলীর কন্যা ও স্থানীয় দক্ষিণ কুর্শী পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী। স্কুল ছাত্রীর গলাকাটা মস্তকবিহীন লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টায় গ্রামের একটি দোকানে মোবাইলের এমবিকার্ড আনার জন্য স্কুল ছাত্রী ইভা বেগমকে পাঠায় তার পরিবার। এরপর থেকে সে আর বাড়ি ফিরে যায়নি। সন্ধ্যার পর পরিবারের লোকজন মেয়েটিকে চারদিকে হন্য হয়ে খোঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশের ধান ক্ষেত থেকে মস্তকবিহীন গলাকাটা লাশ উদ্ধার করেন স্বজনরা। তবে ওই মেয়েটি মস্তক (মাথা) এখনও পাওয়া যায়নি। মেয়েটির লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রনজয় চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে বিষয়টি হত্যাকান্ড বলেই ধারনা করা হচ্ছে। হত্যার রহস্য খুজে পেতে পুলিশ একটি সূত্র ধরে তদন্ত শুরু করেছে। এবিষয়ে দ্রুত আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।