নেত্রকোণায় কলমাকান্দা উপজেলার সিদলী বাজারে বণিক সমিতির উপর হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬এপ্রিল বুধবার ২০২২ দুপুরে সিদলী বাজার ঈদগাঁ মসজিদ ময়দানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিদলী বাজার বণিক সমিতির সভাপতি তোতামিয়ার সভাপতিত্বে এবং সারোয়ার হোসেন চফল এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কৈলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন, বনিক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল হক কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সিদলী বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য হারুনুর রশিদ কৈলাটি ইউনিয় কৃষক লীগের সভাপতি হাফেজ সিদ্দিকুর রহমান বণিক সমিতির সদস্য সুলতান, রফিকুল, মেহেদী সহ বনিক সমিতির সদস্য বৃন্দ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা বণিক সমিতির উপর বর্বরোচিত হামলা ও দোকানপাট ভাংচুরের ঘটনার তৃব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে বণিক সমিতির ব্যবসায়ীরা এক মৌন মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করে।