কুৃষ্টিয়া জেলা প্রতিনিধি
বিধবা রিনার বাড়ীতে দুর্ধর্ষ চুরি।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিত্তিপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী ওহিদ চোরের উৎপাতে সন্ত্রস্ত হয়ে পড়েছেন নিরীহ এলাকাবাসী। রাত হলেই উক্ত এলাকায় ওহিদ আতঙ্কে দিন কাটছে প্রতিবেশী সহ অন্যান্য গ্রামবাসীর।
গত ১৬ই আগস্ট রাতে রিনা নামের এক দোকানদারের বাড়িতে চুরি হয়। দাওয়াত খাওয়ার জন্য রিনা ঘরে তালা মেরে নারায়ণগঞ্জে যায়। রাতের বেলা হরিদ্বার ঘরের টিন কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার এবং মজুদ চাল চুরি করে।
চালের বস্তা চুরি করে নেয়ার সময় পার্শ্ববর্তী এক প্রতিবেশীর বাড়িতে চালের বস্তা রেখে যায়। বিষয়টি জানাজানি হলে এবং ভেড়ামারা থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এলাকাবাসীর পক্ষ থেকে ওহিদ চোরের বিরুদ্ধে ব্যাপক সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়। এ ব্যাপারে ভুক্তভোগী রিনা খাতুন সাংবাদিকদের কাছে তার জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার বিস্তারিত বর্ণনা দেন। চুরির ঘটনার বিষয়ে ভুক্তভোগীর কন্যা হাবিবা খাতুন ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে অনুসন্ধানের সময় জানা যায় অহিদ চোর ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এলাকায় কলাচুরি, গাছের ডাল চুরি, ইত্যাদি করে চৌর্যবৃত্তি ব্যবসায় হাতে খড়ি তার।
এর মধ্যে ট্যাপেন্টাসহ অন্যান্য বিভিন্ন মাদকে
সে আসক্ত হয়ে পড়ে।
বর্তমানে সে প্রতিবেশীদের বাড়িতে চুরি সহ অন্যান্য অপরাধ সংগঠন করে আসছে। রিনার বাড়িতে চুরির ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চুরি আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, এলাকায় চোর ও মাদকাসক্তদের নিয়ন্ত্রণের মাধ্যমে পুলিশ প্রশাসন তাদেরকে শান্তিপূর্ণ সমাজে বসবাসের নিশ্চয়তা দিক।