নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার দুর্গাপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫১০০ কেজি ভারতীয় চিনিসহ তিন কারবারিকে আটক করেছে দূর্গাপুর থানা পুলিশ।
১২ জুন সকালে উপজেলার পৌর এলাকার উৎরাইল বাজার শহীদ ষ্টোরের সামনে দূর্গাপুর টু শ্যামগঞ্জ সড়ক থেকে ৫০ কেজির বস্তায় ভর্তী মোট ১০২ বস্তা ভারতীয় চিনিসহ ৩ কারবারিকে আটক করে দূর্গাপুর থানা পুলিশ। এসময় পাচারে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ( ঢাকা মেট্রো- ন ২০-৭৮৩০ ) আটক করা হয়। আটককৃত চিনির বাজার মূল্য ৬,৬৩,০০০ (ছয় লাখ তেষট্টি হাজার) টাকা।
আটকরা হলেন, মাগুরা জেলার শালিখা উপজেলার রামানন্দকাটি গ্রামের মো. খালিদুর রহমান টিটো (২৬), একই উপজেলার আড়পাড়া গ্রামের মোঃ তছলিমুর রহমান শিপলু (৩৮) ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নারকেলী (কানুরগাওন) গ্রামের মো. সাগর ইসলাম মনির (৪২)। চোরাচালানের চিনি জব্দসহ ৩ কারবারিকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়।