দিরাই সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় মঙ্গলবার রাতে দুই কৃষকের ৮টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামের কৃষক গিরু পালের বাড়ি থেকে ৫টি গরু চুরি হয়। একই সময়ে চোরেরা পার্শ্ববর্তী বাড়ির কৃষক সৈয়দুর রহমানের ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এক রাতের মধ্যে দুই কৃষকের ৮টি গরু চুরির ঘটনা নিশ্চিত করে ইউপি সদস্য সুমিত পাল বলেন, ইদানীং আমার ৯নং ওয়ার্ডে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ঈদুল আজহার তিনদিন আগে শরীফপুর গ্রামের আশরাফুল ইসলামের দু’টি গরু চুরি হয়। দুইদিন আগে গ্রামের কৃষক আফতর আলীর বসত ঘরে সিঁদ কেটে বাইসাইকেলসহ মালামাল চুরির ঘটনা ঘটে। এসব ঘটনা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান তিনি। দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন বলেছেন, ‘ঘটনার সংবাদ প্রাপ্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’