আমির হোসেন তাহিরপুর থেকে ঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৪ বোতল বিদেশি মদ এবং ১০৩ পিস ইয়াবা ট্যবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাবুল মিয়া (৩৭)। তিনি তাহিরপুর থানার নতুন লাকমা (বন্দেরহাটি) গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে বাবুল মিয়ার বসতবাড়িতে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায় তাহিরপুর থানা পুলিশের একটি দল। অভিযানে বাবুল মিয়ার নিকট থেকে ৩ বোতল Officer`s Choice এবং ১ বেতল MAGIC MOMENTS নামক ভারতীয় মদসহ ১০৩ পিস ইয়াবা ট্যবলেট জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই আবীর দাশ। তার সঙ্গে ছিলেন এএসআই মখলেছুর রহমান এবং সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।