নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের কামার গ্রামের মৃত নবীর শেখের ছোট ছেলে ইমদাদুল ও বড় ছেলে আশরাফুল মাত্র ২ বছরেই অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক।
এ যেন রূপকথার গল্পকে ও হার মানায়। মাত্র দুই বছরের জিরো থেকে হিরো দুই ভাই । গড়েছে নামে বেনামে সম্পদের পাহাড়। এমনই অভিযোগ এলাকাবাসীর এ যেন আঙ্গুর ফুলে কলাগাছ।
এলাকাবাসী সূত্রে জানা যায় যে, উপজেলার লাহুরিয়া ইউনিয়নের মৃত নবীর শেখের ৫ জন ছেলে -মেয়ে।
এর মধ্যে ৩ ছেলে ও ২ মেয়ে এবং তার স্ত্রী আমেনা বেগমকে রেখে যান। ছেলে মেয়ে ছোট থাকাকালীন নবীর শেখ মারা যান । মৃত কালীন সময়ে ছেলে-মেয়েদের বসবাসের জন্য ৫ থেকে ৭কানি সম্পত্তি রেখে যান। এরপর থেকে তার পাঁচ ছেলে -মেয়ে মামা ও চাচাদের কাছে বড় হন।
বেশ কয়েক বছর যাওয়ার পরে নবীর শেখের বড় ছেলে মাহাবুল খুলনাতে একটি বইয়ের লাইব্রেরী দিয়ে সংসারের হাল ধরে। ব্যবসায় কিছু কিছুটা সফলতা পেয়ে । পারি দেন ঢাকা শ্যামলীতে । এরপর সেখানেও একটি বইয়ের লাইব্রেরী দেন। এরমধ্যে ভাই বোন সবারই বিবাহ হয়ে যায়। মেজ ভাই আশরাফুল কৃষি কাজ করে সংসার চালায়। ছোট ভাই এমদাদুল পড়াশোনার পাশাপাশি বড় ভাইয়ের লাইব্রেরীতে বসে। ২০২০ সালে নবীর শেখের বড় ছেলে মাহাবুল মারা যান। ২০২০ সালে তাদের সম্পদের পরিমাণ তার পিতা যা রেখে গেছিল সেটাই ছিল। মাহাবুল মারা যাওয়ার পরে তার ছোট ভাই এমদাদুল লাইব্রেরীর ব্যবসার হাল ধরে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী বলেন, লাইব্রেরীর ব্যবসার পিছনে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে পড়ে এমদাদুল ও আশরাফুল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাত্র দুই বছরে হাজার কোটি টাকারও বেশি অবৈধভাবে গড়েছেন নামে বেনামে সম্পদের পাহাড়। উপজেলার রেজিস্ট্রি অফিসে খোঁজ নিলে মিলবে মাত্র দুই বছরে কি পরিমান সম্পদের পাহাড় গড়েছে তারা। শুধুমাত্র লোহাগড়াতে নয়, নড়াইল খুলনা, ঢাকা , বিভিন্ন স্থানের নামে বেনাম রয়েছে সম্পদের পাহাড়। চরে অর্ধ কোটি টাকার নতুন মডেলের গাড়িতে । ঈদে শুধুমাত্র নিজ গ্রামেই এক সাথে কোরবানি দেন ১৯ থেকে ২০ টা গরু। মাত্র দুই বছরে কিভাবে এত কোটি টাকার মালিক হওয়া যায় প্রশ্ন এলাকাবাসীর। সাংবাদিকদের মাধ্যমে দুর্নীতি দমন দুদকের মাধ্যমে অবৈধ সম্পত্তি খতিয়ে দেখার আহ্বান জানান এলাকাবাসী ।
এ বিষয়ে মৃত নবীর শেখের মেজো ছেলে আশরাফুলের সাথে কথা হলে তিনি বলেন, আপনাদের নিউজ করার দরকার আপনারা নিউজ করেন আমি কিছু বলতে পারব না।
তিন পর্ব নিউজ এর প্রথম পর্ব