নাটোর প্রতিনিধি:: রাজশাহীর নাটোর সদরে নবম শ্রেণি পড়ুয়া দুই ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই দুই ছাত্রী বিদ্যালয়ে এসে আর বাড়িতে ফিরে যায়নি।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে একই এলাকার দুই যুবকও উধাও হয়েছে।নিখোঁজ দুই ছাত্রী চন্দ্রকলা উচ্চ বিদ্যালেয়র শিক্ষার্থী।
নিখোঁজ দুই ছাত্রীর অভিভাবক জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কোচিং শেষে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই দুই ছাত্রী। কোচিং শেষে তারা বিদ্যালয়ে গিয়ে ক্লাসও করেছিল।
শুক্রবার বিকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের আর খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ এক ছাত্রীর বাবা বলেন, তিনি খবর নিয়ে জেনেছেন-বিদ্যালয় ছুটির অন্তত দেড় ঘণ্টা আগে থেকে তার মেয়েকে বিদ্যালয়ে পাওয়া যাচ্ছিল না। কিন্তু তার পরও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তাদের জানায়নি। বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার জন্য তিনি তার মেয়েকে না পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
শুক্রবার স্থানীয় তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধান জানান, দুই ছাত্রীর বাবা বিষয়টি নিয়ে তার কাছে এসেছিলেন। ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে রাতেই নাটোর থানায় জিডি করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকে এলাকার দুই যুবকও নিখোঁজ রয়েছে।তিনি লোকমুখে শুনেছেন- নিখোঁজ দুই ছাত্রীর সঙ্গে এই দুই যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে।
এলাকাবাসীর ধারণা, নিখোঁজ দুই ছাত্রী এ দুই যুবকের সঙ্গে পালিয়ে যেতে পারে।
চন্দ্রকলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান, এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। ছাত্রীদের অভিভাবকরাও তার কাছে কোনো অভিযোগ করেনি।
অন্যদিকে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির নতুন সভাপতি ইমরান আহমদ (খাজা) বলেছেন, আমার জানামতে ওই দুই ছাত্রী বৃহস্পতিবার স্কুলেই আসেনি।বিদ্যালয়ে অনেক অনিয়ম ছিল, আমরা ধীরে ধীরে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে চেষ্টা করছি।
নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, এ বিষয়ে এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।