‘কিল ইওর ডার্লিংস’ সিনেমায় অভিনয় করার সময় সহ-অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন হলিউডের অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। বয়সে পাঁচ বছরের বড় এই অভিনেত্রী এরিন ডার্কও তাঁর প্রেমে মজেছিলেন। এর পর থেকে দীর্ঘ এক দশক ধরে একসঙ্গে বসবাস করছেন তাঁরা। গত মাসে এই তারকা দম্পতি বাবা-মা হন। খবর ডেইলি মেইলের
কিছুদিন আগেই খবর এসেছিল, বাবা হতে চলেছেন ড্যানিয়েল র্যাডক্লিফ। তবে এবার জানা গেল, র্যাডক্লিফ বাবা হয়েছেন প্রায় দুই মাস হতে চলল। কিন্তু এই খুশির সংবাদ সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন ‘হ্যারি পটার’খ্যাত এই তারকা। সন্তানকে নিয়ে নিউইয়র্কে ছিলেন র্যাডক্লিফ ও এরিন ডার্ক।
গত সোমবার পরিবার নিয়ে বের হয়েছিলেন র্যাডক্লিফ। এরপরই সন্তানসহ ডেইলি মেলের ক্যামেরায় ধরা পড়েন তাঁরা। সন্তান নিয়ে সামনে হাঁটছিলেন র্যাডক্লিফ, পেছন পেছন আসছিলেন এরিন। নতুন সদস্যকে নিয়ে তাঁদের সময়টা ভালোই কাটছে।
ড্যানিয়েল র্যাডক্লিফের কথা
ড্যানিয়েল র্যাডক্লিফের কথা
ড্যানিয়েল র্যাডক্লিফ ‘হ্যারি পটার’-এ হ্যারি পটার চরিত্রে অভিনয় করে সারা বিশ্বে জনপ্রিয়তা পান। অন্যদিকে ড্যানিয়েলের মতো জনপ্রিয় না হলেও অভিনয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন এরিন ডার্ক। ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো সিনেমা এবং সিরিজে অভিনয় করেছেন এরিন।
র্যাডক্লিফকে সর্বশেষ দেখা গেছে গ্র্যামিজয়ী মার্কিন গায়ক আলফ্রেড ম্যাথু ইয়ানকোভিকের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘উইয়ার্ড: দ্য অ্যাল ইয়ানকোভিক’কে। এই সিনেমার প্রিমিয়ারেই একসঙ্গে দেখা গিয়েছিল ড্যান ও এরিনকে।