এন আর ডি ডেস্ক নিউজ ঃ
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এখন দুই সন্তানের মা। স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার তার। তবে অভিনেত্রীর বিয়ের আগে তার প্রেমে পাগল ছিলেন অনেকেই। বহু বলিউড অভিনেতা তার সঙ্গে সংসার পাতার স্বপ্নও দেখতেন। তবে কারিনা একজনকেই মনে প্রাণে ভালোবেসেছিলেন। প্রথম দেখাতেই তাকে মন দিয়েছিলেন। সেই ব্যক্তি আর কেউ নন, বরং বলি অভিনেতা শাহিদ কাপুর।
কারিনা এবং শাহিদ যে একসময় সম্পর্কে ছিলেন তা কারোর অজানা নয়। নিজেদের প্রেম নিয়ে কখনও লুকাছাপাও করেননি তারা। এমনকি , কারিনা এবং শাহিদ বিয়ের কথাও ভাবছিলেন সে সময়। কিন্তু হঠাৎই তাদের ব্রেক আপ হয়ে যায়।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েক বছর আগে করণ জোহরের ‘কফি উইথ করণ’এ গিয়ে শাহিদের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন কারিনা। সেখানে বেবো সোজাসোজি বলেছিলেন, তিনিই নাকি প্রথম শাহিদের প্রেমে পড়েন। শুরুর দিকে অভিনেতা নাকি তাকে পাত্তাও দিতেন না।
সে সময় শাহিদের প্রশংসা করে কারিনা বলেছিলেন, ‘আমার জীবনে ওর অনেক বেশি ভূমিকা রয়েছে। ও আমার মুখে হাসি ফোটায়, সেটা দেখতেই পাচ্ছো। আমার চোখ জ্বলজ্বল করছে ওর নাম শুনে। ও সত্যিই আমার জীবনের একজন বিশেষ মানুষ’।
শাহিদ এবং কারিনার বিচ্ছেদের পর ২০১২ সালে বলি অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। কারিনা এবং সাইফের বিয়ের প্রায় তিন বছর পর মীরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শাহিদ। এক পুত্রসন্তান এবং এক কন্যাসন্তান নিয়ে মুম্বাইয়েই থাকেন শাহিদ।