সারওয়ার হোসেইন, ব্রাডফোর্ড
যুক্তরাজ্যের ব্রাডফোর্ড শহরের শিপ্লিতে বসবাসকারী স্টুডেন্ট কনসালটেন্ট ও লিডস আম্বার ট্যাক্সি ড্রাইভার মোহম্মদ মাসুম মিয়া গত ১৮ই জুন রবিবার আনুমানিক রাত ২ ঘটিকায় এক আকস্মিক সড়ক দুর্ঘটনায় নিহত হন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
উল্লেখ্য মোঃ মাসুম মিয়া তার কর্মস্থল হারগেইট এলাকায় রাত্রে ট্যাক্সি চালাচ্ছিলেন। থ্রি পয়েন্ট টান করা অবস্থায় পিছন থেকে বিএম ডাভলিউ একটি গাড়ি এসে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনা কবলিত অন্য গাড়ির চালক(২০) সহ দুইজন যাত্রীকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে মাসুম মিয়ার গাড়িতে যে গাড়িটা আঘাত করেছিল সেই গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আসায় এটা পুলিশ কেইসের অধীনে চলে গেছে। কোর্টের রায় না আসা পর্যন্ত নিহতের লাশ পুলিশ হস্তান্তর করতে পারবে না। পারিবারিক সূত্রে জানা যায় আগামী সোমবার উনার লাশ হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। লাশ সংগ্রহের পর ব্রাডফোর্ড তাওআককুলিয়া জামে মসজিদে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায় ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বৎসর। তিনি স্ত্রী সহ দুই ছেলে এক মেয়ে ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার দেশের বাড়ি সিলেট জেলার সিলাম ইউনিয়নে।
মোহাম্মদ মাসুম মিয়া সিলেট সরকারি কলেজ থেকে লেখাপড়া শেষ করে যুক্তরাজ্যের লিড্স ইউনিভার্সিটি থেকে বিজনেস ও ম্যানেজমেন্ট এ গ্রেজুয়েশন সম্পন্ন করেন। তিনি ২০০০ সালে ব্রিটেনে আসেন। তার কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।সম্প্রতি তিনি স্টুডেন্ট কনসালটেন্ট ফার্ম রিগস এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।তিনি যুক্তরাজ্যের বৃহত্তর সামাজিক ও
চ্যারিটি সংগঠন গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের মেম্বার ছিলেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রস্তাব জ্ঞাপন করেন জিএস সি নর্থ সভাপতি হাজী ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন বাবুল, ট্রেজারার সাংবাদিক
সারওয়ার হোসেইন। ব্রাডফোর্ড প্রেসক্লাব সভাপতি কাউন্সিলর হাসান খান সাধারণ সম্পাদক সাংবাদিক নূরে আলম রব্বানী।
কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রস্তাব জ্ঞাপন করেন
শওকত আহমদ এমবিই, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা এখলাছুর রহমান, প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, আনোয়ার আলী জিতু, মাওলানা জাহাঙ্গীর খান, গয়াস খান, কাউন্সিলর আশরাফ মিয়া, কলমদর তালুকদার, সলিসিটার আনসার হাবিব, আকুদ্দুস আলী, আবদুস সালাম, কাউন্সিলার নেছার আলী, মনোয়ার হোসেইন, মোহাম্মদ আলী আকবর, মিজানুর রহমান, সাইদুর রহমান , জাফর নেওয়াজ, হুমায়ুন আহমেদ, মুজাহিদ আলী, মাসুক মিয়া, হাজী তৈমুছ আলী, মনির মিয়া, নাজিরুল ইসলাম খান , হুমায়ুন ইসলাম, বাবুল আহমেদ, নাছির উদ্দিন সেলিম, ইউনুস মিয়া, সানু মিয়া , আদনান আহমেদ, বোরহান উদ্দিন, ইমদাদুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।