স্টাফ রিপোর্ট:: আর মাত্র কয়েক ঘন্টাপর সিলেট সিটি করপোরেশনের আগামী দিনের নগর পিতা নির্ধারণের জন্য শুরু হবে ভোট যুদ্ধ। বুধবার(২১জুন) সকাল আটটা থেকে নগরীর ৪২টি ওয়ার্ডে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে শুরু হবে ভোট।
নির্বাচনে অংশগ্রহণকারী মেয়রপ্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সকাল ৮টায় ও জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল সকাল ৯ টায় ভোট দেবেন।
জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের ৮নং ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে তিনি সপরিবারে কেন্দ্রে ভোট দেবেন।
পরে তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বের হবেন।
আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে জানানো হয়- তিনি ভোটের দিন প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয় সেই পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন সচেতন নগরবাসী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি।
বিশেষ প্রয়োজনে মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর নাদেলের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
কেউ যাতে ভোটকেন্দ্রের বাইরের বা ভেতরের পরিবেশ নষ্ট করার সুযোগ না পায় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
এদিকে, আগামীকাল বুধবার সকাল ৯ টায় নগরীর আনন্দ নিকেতন স্কুলে ভোট দেবেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
মঙ্গলবার জাতীয় পার্টির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করে।