বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭নং দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাংবাদিক এমআর টুনু তালুকদার।
রোববার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচনের রির্টানিং কর্মকর্তা গোলাম সারওয়ারের কাছে কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি মনোনয়ন দাখিল করেন।
এসময় তার সহকর্মী বিশ্বনাথে কর্মরত তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুনু তালুকদার দেওকলস ইউনিয়নের জগতপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।তিনি ওই ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছোট মিয়ার পুত্র।সাংবাদিক টুনু তালুকদার বর্তমানে আনন্দ টিভিতে সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।
এছাড়া সিলেটের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সিলেট ইমজার সদস্য এবং বিশ্বনাথ প্রেসক্লাবের একাংশের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
এম আর টুনু তালুকদার বলেন, বিগত দুই বছর ধরে এলাকায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শেই চেয়ারম্যান প্রার্থী হয়েছি। তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করাই হবে আমার মূল কাজ।এজন্য ইউনিয়নবাসীর দোয়া আর ভালবাসা চাই।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার দেওকলসসহ ৫ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ আগামী ১৭ জুলাই। মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল রোববারন, মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহরের শেষ তারিখ ২৫ জুন।