সিলেট প্রতিনিধি:: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার অস্ত্রের মহড়ার ঘটনায় আলোচিত অস্ত্রধারী আবুল কালাম আজাদ তুহিনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:সিলেটে কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে প্রকাশ্যে সশস্ত্র মহড়া
গ্রেফতারকৃত তুহিন সিলেট নগরীর লন্ডনী রোড (বাসা নং-অগ্রণী-১২৭) এলাকার বাসিন্দা নুরুল আলমেরর ছেলে।
তার বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় ১৮ টি মামলা রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য-গ্রেফতারকৃত আসামী আগেও র্যাবের হাতে অস্ত্রসহ আটক হয়েছিল।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি আফতাবের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার দিকে আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দিয়ে ভাইরাল হন তুহিন। পরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো.আবদুল্লাহ গত শুক্রবার সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। এছাড়া বিমানবন্দর থানায় একটি মামলাও দায়ের করেন তিনি।
এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতাও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।