নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান পূর্বধলা জগৎ মনি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৭ ব্যাচের আজ ২৮ রমজান ( ২০ এপ্রিল-২০২৩) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আজ সাবেক শিক্ষার্থীদের আগমনে স্কুল মাঠে এক মিলমেলায় পরিণত হয়।
“এসো ভ্রাতৃত্বের টানে,
এসো প্রাণের টানে,
এসো বন্ধুত্বের টানে”
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সাধারণত তিন স্তরবিশিষ্ট। প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর। এই তিন স্তরের মাঝে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সাধারণত নিজের এলাকায় থাকলেও উচ্চশিক্ষার স্তরের জন্য সবাইকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হয়। ঠিক তেমনি ভাবে জে এম ২কে১৭ ব্যাচের সকল শিক্ষার্থী এসএসসি পাশের পর উচ্চ শিক্ষার জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর সবাই ঈদের ছুটিতে নিজের এলাকায় ফিরে আসে। আর এই সুবাদে সবার একত্রিত হওয়ার এক সুন্দর মাধ্যম ইফতার মাহফিল। ইফতার মাহফিল যেন এক মিলন মেলা। এখানে সকল সাবেকরা একত্রিত হয়।
প্রতিবছরের ন্যায় এবারও জে এম ২কে১৭ ব্যাচের ইফতার মাহফিল ও এক মিলন মেলার আয়োজন হয়। এবছর রেজিষ্ট্রেশন ফি ছিলো ২০০ টাকা। ইফতারির আইটেম ছিলো বিরিয়ানি, কোমল পানি, খেজুর, লেবুর শরবত ইত্যাদি। আজ (২০ এপ্রিল- ২০২৩) সকাল থেকেই সবাই কোনো না কোনো দায়িত্ব নিয়ে কাজে ব্যস্ত ছিলো। বাজার করা থেকে শুরু করে কেউ পেয়াজ কাটা, কেউ মুরগী কাটা, কেউ সালাদ, কেউ পেয়াজ রসুন ব্ল্যান্ড করা, কেউ বা আগুন ধরানো ইত্যাদি কাজে ব্যস্ত ছিলো। সারাদিন সবাই এক আনন্দঘন পরিবেশে কাজের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রেখেছে।
এসময় অনেকেই স্কুল জীবন এবং বন্ধুত্ব নিয়ে অনেক কিছু ব্যক্ত করেন।
“পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়”
“প্রত্যেক শিক্ষার্থীর জীবনের স্কুল একটি মধুময় জায়গা। তবে একজন শিক্ষার্থী যখন স্কুলে অধ্যায়নরত অবস্থায় থাকে তখন স্কুল তার কাছে একটি প্যারা দায়ক ব্যাপার হলেও যখন স্কুল থেকে বের হয়ে যায়, তখন স্কুলকে অনেক মিস করতে থাকে। এটা প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে ঘটে থাকে কমবেশি। স্কুলের দিনগুলোতে অর্থাৎ স্কুলের ক্লাসে এবং খেলার মাঠে যে সকল দিন কাটিয়েছে সেগুলো কখনোই ভোলার নয়। কারণ এখানে বন্ধুত্ব যেমন ছিল নির্ভেজাল।”
“স্কুল জীবন ছিল বলেই এত সুন্দর একটা মধুর স্মৃতি রয়েছে। যেহেতু স্কুল থেকে আমাদের প্রধান ভিত গড়ে ওঠে সেহেতু আমরা স্কুলকে কখনোই ভুলি না এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্কুলকে মিস করতে থাকি”।
“বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে তোর পাশে”
“বন্ধুত্ব কি তার ব্যাখ্যা দিতে গেলে ক্ষুদ্র জ্ঞানে কুলোবে না । বন্ধুত্ব কে কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না। কারণ বন্ধুত্ব একটি বিশাল ব্যাপার । যা কোন যোগ্যতা বা মাপকাটি দিয়ে বিচার করা যায় না”।
একটা মানুষ ক্রমে ক্রমে জীবনের বিভিন্ন পর্যায় পার করে আসে । শৈশব ,কৈশোর , যৌবন , পৌঢ় ও বৃদ্ধ । এই বিভিন্ন সময়ে কত জনের সাথে দেখা হয় , কথা হয় , বিচ্ছেদ হয় তবে যে জিনিসটা দাগ কাটে তা হচ্ছে ছোটবেলার বন্ধুত্ব । ছোটবেলার বন্ধুত্ব টা গড়ে ওটে সাধারণত স্কুল জীবনে । কথায় বলে , স্কুল জীবন শ্রেষ্ঠ জীবন , যদি না হয় এক্সামিনেশন ।
সব শেষে বন্ধুত্ব কে টিকিয়ে রাখার জন্য সবাইকে চেষ্টা করতে হয় । ছোট্ট বেলার বন্ধুত্ব কখোনো হারিয়ে যায় না । চোখের আড়াল হলে ও মনের আড়াল নয় । বন্ধুত্বে কোন বয়স বা লিংগ বিচার করা হয় না । জেএম ২কে১৭ ব্যাচের বন্ধুত্ব টিকে থাকুক আজীবন এটাই প্রত্যাশা।
সত্যের সন্ধানে কাজ করে যাচ্ছে এন আর ডি নিউজ। এন আর ডি নিউজের পাশেই থাকুন। ধন্যবাদ