বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে কলেজ ছাত্রীর হাত ধরে রাস্তায় টানা হেছড়ার অভিযোগে এক বখাটেকে ১৫দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই বখাটে উপজেলার নওধার রহমান নগর গ্রামের আব্দুল গণির ছেলে আমির উদ্দিন (৪৫)।
সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান তাকে সাজা দিয়ে থানা হাজতে প্রেরণ করেন।পরে মঙ্গলবার সকালে তাকে সিলেটের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই কলেজ ছাত্রী উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা কলেজে যাওয়ার জন্য রওয়ানা দেয়। কলেজ ছাত্রী উপজেলার বাংলাবাজারের পাশে এইচ আলী ইটভাটার সামনে যাওয়া মাত্র আমির উদ্দিন কলেজ ছাত্রীকে হাতে ধরে টানা হেছড়া করে। এছাড়াও তার গালে চড়-তাপ্পড় দেয়। আহত অবস্থায় কলেজ ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
পরে কলেজ ছাত্রী কৌশলে তার হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে গিয়ে বাংলাবাজারের লোকজনকে জানায়।
এসময় স্থানীয় লোকজন আমির উদ্দিনকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলে রাতে তাকে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের সাজা দেন।