আগামী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম। নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য জাহাঙ্গীর আলম মনোয়নপত্র জমা দিয়েছিলেন। মনোয়নপত্র জমা দেয়ার পর রিটার্নিং কর্মকর্তা মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে জাহাঙ্গীর আলম হাইকোর্টে রিট আবেদন করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্ট রিট আবেদন খারিজ করে দেন। সোমবার দুপুর ১২টায় রিটের উপর শুনানি শুরু হয়। রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা, এম কামাল, এম কে রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমীন উদ্দীন। সঙ্গে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ নাথ বিশ্বাস, মো: আসাদুজ্জামান মনির, ওয়ায়েস আল হারুনী, নওরোজ মো, রাসেল চৌধুরী। রিট আবেদনটি খারিজ করে রায় প্রদান করেন, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। রায়ের পর মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।
Source:
NRD TV
Via:
NRD NEWS