বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত (নৌকা প্রতীকের) মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছেন যুক্তরাজ্যের নরউইচ নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখ।
বৃহস্পতিবার(৮জুন) বিকাল ৩টায় থেকে নগরীর ১০নং, ১১ ও ১২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ পরবর্তীতে সংক্ষিপ্ত এক পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী। তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দেখে, শুনে বুঝে আনোয়ারুজ্জামান চৌধুরীকে মেয়র প্রার্থী হিসেবে দিয়েছেন। আনোয়ারুজ্জামান প্রবাসী হলেও তাঁর মন দেশের মানুষের জন্য পড়েছিল।বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী উন্নয়নের নামে শতশত কোটি টাকা লুটপাট করেছেন যার প্রমাণ বিগত বন্যায় পাওয়া গেছে।
যুক্তরাজ্যের নরউইচ নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখ বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘদিন প্রবাসে ছিলেন।তিনি নির্বাচিত হলে প্রবাসীদের জন্য কাজ করবেন এবং প্রবাসীরা দেশে এসে যাতে কোনো ধরণের হয়রানীর শিকার না হন সেই ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনে বিজয়ী হলে সিলেট সিটি কিøন, গ্রীণ ও স্মার্ট সিটিতে রূপান্তরিত করবেন। সিঙ্গাপুরের মতো সিলেট একটি স্মার্ট সিটি হবে জানিয়ে মোহাব্বত শেখ আগামী ২১জুন দলমত নির্বিশেষে সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণি, সিলেট জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা, সোহেল তালুকদার, রুহেল খান,জয়নাল আবেদীন, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, যুবলীগ নেতা হুমায়ুন, সাইফুল ইসলাম, মিজান আহমদ, সংগঠক শেখ শওকত আলী ইমন, সিরাজ মিয়াসহ শতাধিক নেতাকর্মী।