নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলা মিশুক,বেবি টেক্সি,টেক্সি কার,সিএনজি চালিত অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শিরোনামে আগামী ১৭ জুন ২০২৩ খৃষ্টাব্দে,অবৈধ নির্বাচন বন্ধের দাবিতে গতকাল বুধবার অন্য একটি পক্ষের মিথ্যা, ভূয়া, বানোয়াট সংবাদ সম্মেলন করার প্রতিবাদে আজ (৮ জুন) বৃহস্পতিবার সকালে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর শহরের রাজুর বাজারস্থ কবির ইন্টারন্যাশনাল হোটেলের সামনে অস্থায়ী কাযার্লয়ে জেলা মিশুক, বেবি টেক্সি, টেক্সি কার, সিএনজি চালিত অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শফিকুল ইসলাম খান পাঠান চঞ্চল। তিনি বলেন আমরা ১৭ই জুন বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বৈধ ভাবে নির্বাচন করতে চাচ্ছি এবং আমাদের ৩ হাজার ৯শত ভোটার রয়েছে। এই নির্বাচনে কুচক্রী মহল আমাদের নির্বাচন বানচাল করার জন্য সাংবাদিক সম্মেলন করেছে। যা ন্যায় সংগত নয়।আমরা এর তীব্র নিন্দা জানাই।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএনজি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দুলাল মিয়া সহ সভাপতি হাসেম মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক আল আমিন মিয়া সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা