নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে আবারও হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখল ইন্তার মিলান। ২০১০ সালে যারা শেষবার ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনাল খেলেছিল। অর্থাৎ ১৩ বছর পর ফাইনালে পা রাখল ইতালিয়ান ক্লাবটি।
সান সিরোতে মঙ্গলবার ১-০ গোলে জয় তুলে নেয় ইন্তার। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
প্রথম লেগ ২-০ তে জেতায় ৩-০ গোলের অগ্রগামিতায় ইন্তার ফাইনালে পা রাখল। শেষবার তারা যখন ফাইনাল খেলে, সেবার চ্যাম্পিয়নও হয়েছিল। এ প্রতিযোগিতায় যা ছিল তাদের তৃতীয় ও এখন পর্যন্ত সবশেষ শিরোপা। এ মৌসুমে মিলানকে টানা চার বার হারাল ইন্তার।
ফাইনালে ইন্তার প্রতিপক্ষ হিসেবে পাবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার অন্য সেমিফাইনালে জয়ী দলকে। বুধবার সিটির মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।
আগামী ১০ জুন ইস্তানবুলে হবে শিরোপার লড়াই।