ম্যানচেস্টার সিটির হয়ে মৌসুম জুড়ে আলো কাড়া আর্লিং হলান্ডকে কঠিন এক প্রশ্নের মুখোমুখি হতে হলো। ক্রিশ্চিয়ানো রোনালদোর ডান পা না লিওনেল মেসির বাম পা, সুযোগ থাকলে কোনটা বেছে নিতেন তিনি? হলান্ড এ ক্ষেত্রে রোনালদোকে বেছে নিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হলান্ডকে প্রশ্ন করা হলে উত্তরে বলেন, ‘যেহেতু আমার বাম পা নিয়ে আমি খুশি, আমি ক্রিশ্চিয়ানোর ডান পা বেছে নিতে চাইব।’
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতোই বাঁ পায়ের খেলোয়াড় হলান্ড। নিজের দক্ষতা বাড়ানোর তাগিদ থেকেই তিনি রোনালদোর ডান পা বেছে নেওয়ার কথা বলেছেন।
গত গ্রীষ্মে পাঁচ বছরের চুক্তিতে হলান্ডকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৫১ ম্যাচে ৫২ গোল করেছেন তিনি। প্রিমিয়ার লিগে তার গোলের সংখ্যা ৩৫ ম্যাচে ৩৬টি।