পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হচ্ছে জুনে। সেই হিসেবে আগামী ৪ জুন দলটির হয়ে শেষবার খেলতে নামবেন তিনি। লিগ ওয়ানের সেই ম্যাচের পর চুক্তি নবায়ন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যমগুলো। বার্সেলোনায় ফেরার একটা গুঞ্জন আছে। সঙ্গে ইন্টার মিয়ামিও তাকে পেতে মুখিয়ে আছে।
অন্যদিকে মেসির দলবদল নিয়ে নতুন এই খবর দিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম ফুত মেরকাতো। এক প্রতিবেদনে তারা লিখেছে, সৌদি আরবের ফুটবলে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি গ্রহণ করেছেন।
প্রস্তাবটা এসেছে দেশটির প্রো লিগের ক্লাব আল হিলালের মাধ্যমে। সেই প্রস্তাবের অঙ্কটা বিশাল। ফুত মেরকাতোর খবর অনুযায়ী, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরব, বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৭৮০ কোটি টাকা। আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেওয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ। এমন লোভনীয় প্রস্তাব এড়ানো যে কারও পক্ষেই একটু কঠিন।
এর আগে বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, ১ বছরে ৬০ কোটি ইউরোর প্রস্তাবে সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে চুক্তি সেরেছেন মেসি। যদিও পরে খবরটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন মেসির বাবা। এছাড়া বার্সেলোনায় ফেরার গুঞ্জন উড়ছে। তবে সেটাও নির্ভর করছে অনেক কিছুর ওপর। উয়েফার আর্থিক সংগতি নীতি ও লা লিগার বেতন কাঠামো মেনে মেসিকে ফেরাতে হবে। এতে মেসি রাজি হবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তাই আল হিলালে যাওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আগামী মাসেই ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হতে চলা মেসি এবার আর বার্সেলোনার ক্ষেত্রে ২০২১ সালের মতো হযবরল পরিস্থিতিতে পড়তে চান না বলে খবর দিয়েছে মুন্দো দেপোর্তিভো। ২০২১ সালে মেসিকে ‘ছাড়ব না, ছাড়ব না’ বলেও ছাড়তে বাধ্য হয়েছিল বার্সা। শেষ পর্যন্ত মুক্ত খেলোয়াড় হিসেবে মেসি পিএসজিতে নাম লেখান। এবার মেসি এ রকমটা চান না বলেই কি সৌদি আরবের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন তাঁর বাবা!