পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে অংশগ্রহণে অসম্মতি জানিয়েছিল ভারত। আর এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না গেলে তারাও অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে যাবে না। কথা ছিল এমনটাই। তবে তার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের কথা জানায় ভারত। যে কারণে বেকে বসে পাকিস্তানও, জানিয়ে দেয়, ভারত না আসলে তারাও সে দেশে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে এবার পাকিস্তান নতুন শর্ত দিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে।
পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে তারা, যদি ভারত লিখিত অঙ্গীকার দেয় যে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে তারা