খেলা ডেস্ক ঃ
প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে বাজিমাত করেছেন তাসকিন আহমেদ। জিম-আফ্রো টি-টেনের প্রথম আসরে তাসকিনের আগুনে বোলিংয়ে পুড়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা।
টি-টেনের মতো ছোট সংস্করণ বোলারদের জন্য বেশ চ্যালেঞ্জিং। সেখানে তাসকিন প্রথমবারেই বেশ সফল। দেশে ফিরে বিমানবন্দরে এই স্পিডস্টার শুনিয়েছেন জিম্বাবুয়েতে তার সফলতার গল্প। জানিয়েছেন নতুন অভিজ্ঞতার কথা। যেটা তাসকিনকে আরও আগ্রাসী করে তুলছে।
কি সেই অভিজ্ঞতা? তাসকিন বলেন, ‘একটা জিনিস ভালো অভিজ্ঞতা হয়েছে, নিজের স্ট্রেন্থ (শক্তি) ভালোভাবে এক্সিকিউট (কাজে লাগানোর) করতে পারলে টেস্ট ক্রিকেট হোক টি-টেন হোক কোনো বিষয় না, সবখানেই কার্যকর।’
বুলাওয়ে ব্রেভসের হয়ে টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে ১১ উইকেট নেন তাসকিন। ওভার প্রতি মাত্র ৭.৬৩ রান করে দিয়েছেন। শীর্ষে থাকা পাঁচ বোলারের মধ্যে তাসকিন ছিলেন সবচেয়ে কম খরুচে। ৭ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে উইকেটের দেখা পাননি এই পেস সেনসেশন। সেই ম্যাচে ২ ওভারে দেন মাত্র ৭ রান। এ ছাড়া ১১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি।
‘প্রথমবারের মতো টি টেন খেললাম। একদম ভিন্ন অভিজ্ঞতা ছিল। প্রথম ওভার থেকেই ওরা (ব্যাটাররা) আসলে মারার জন্য সর্বোচ্চ চেষ্টা করতো। দশ ওভারের মধ্যে তিন ওভার পাওয়ার প্লে থাকে। নতুন বলে দুই ওভার, আরেকটা যেকোনো সময় আপনি নিতে পারবেন। আমি বেশিরভাগ সময় পাওয়ার প্লেতেই করেছি। দুইটা ফিল্ডার বাইরে। এর মধ্যেও যে ভালো ইকোনোমিতে টুর্নামেন্ট শেষ করেছি এবং ভালো চ্যালেঞ্জ ছিল’-এভাবে বলেছেন তাসকিন।
তাসকিন দুর্দান্ত খেললেও তার দল ফাইনালের আগেই ছিটকে যায়। এটা নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও তাসকিন নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট, ‘ব্যক্তিগতভাবে একটা ভালো অভিজ্ঞতা ছিল। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললাম, অভিজ্ঞতাটা ভালোই ছিল। যদিও দল হিসেবে আমরা ফাইনাল খেলতে পারিনি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মোটামুটি ভালোই খেলেছি।’
জিম-আফ্রো খেলার সময় তাসকিন ডাক পান লঙ্কা প্রিমিয়ায়র লিগে (এলপিএল)। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় নিয়ে তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। সামনে এশিয়া কাপ-বিশ্বকাপ থাকায় তাসকিনও বোর্ডের সিদ্ধান্তে সন্তুষ্ট। এই লিগ খেলার সময়ও বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা তাদের দেশের লিগের প্রস্তাব দিয়ে রেখেছেন। তাসকিন জানান তিন সংস্করণ খেলার পর যদি সময়-সুযোগ থাকে তবে খেলবেন তিনি।
‘সুস্থ থাকলে অনেক লিগ খেলতে পারবো। আর বোর্ড থেকে যেহেতু সিদ্ধান্ত নিছে আমার এই মুহূর্তে ওয়ার্কলোড বেশি হয়ে যেতে পারে। এ ছাড়া তারা ক্ষতিপূরণের কথা বলেছে। সবমিলিয়ে ঠিক।