জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গোলাম রব্বানী ছোটন।
শুধু মেয়েদের কোচের দায়িত্বই নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চাকরি থেকেও অব্যাহতি নিতে যাচ্ছেন তিনি। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ছোটন নিজেই।
বাংলাদেশ নারী ফটবলের সব সাফল্যের বড় রূপকার ছোটন। মেয়েদের বয়স ভিত্তিক ও জাতীয় দলের সব আন্তর্জাতিক সাফল্যই এসেছে তার কোচিংয়ে। জাতীয় দলের সঙ্গে মেয়েদের সবগুলো বয়সভিত্তিক দল সামলাতেন তিনি।
হঠাৎ দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে ছোটন দেশ রূপান্তরকে বলেন, ‘সারা বছর মেয়েদের ক্যাম্প চলে। ভোর ৪টা থেকে সারাদিন কাজ করতে হয়। বন্ধু বা পরিবারকে সময় দেওয়া হয়ে ওঠে না। কিন্তু সেভাবে মেয়েদের খেলা নেই। সব মিলেয়ে আমি সরে যাওয়া সিদ্ধান্ত নিয়েছি।’
ছোটন জানান গত বছর নেপালে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ফিরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ছিলেন তিনি। কিন্তু তখন তাকে চাকরি ছাড়তে দেওয়া হয়নি।
ছোটন বলেন, ‘আমি এই মাসের ৩১ তারিখ পর্যন্ত থাকব। এরপর আর থাকব না।’
এর আগে এদিন সকালে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নারী ফুটবলের অন্যতম বড় তারকা সিরাত জাহান স্বপ্না। জানা গেছে আরেক বড় তারকা আঁখি খাতুনও ক্যাম্প ছেড়ে চলে গেছেন। দুজনেই সাফজয়ী দলের সদস্য। এর আগে গত জানুয়ারিতে ফুটবল থেকে অবসর নিয়েছেন সাফজয়ী দলের আরেক সদস্য আনুচিং মগিনি।