স্পোর্টস ডেস্ক: ২০২২ সালে আজকের (১৯ এপ্রিল) এই দিনে ভক্ত-সমর্থকদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন জাতীয় দলের স্পিনার মোশারফ হোসেন রুবেল।
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৪০ বছর। দীর্ঘদিন যাবৎ ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।
জানা গেছে, রুবেলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর বারিধারা মসজিদে দোয়া ও ইফতারের আয়োজন করেছে তার পরিবার।
ব্রেন টিউমার ধরা পড়ার পর অবশ্য সুস্থও হয়েছিলেন রুবেল। এমনকি বল হাতে এই টাইগার স্পিনার অনুশীলনও শুরু করেছিলেন।
পরবর্তীতে গেল বছরের জানুয়ারিতে আবার পুরনো টিউমার ধরা পড়ে তার। এরপর শুরু হয় কেমোথেরাপি। তিনি সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নেন।
তার চিকিৎসার জন্য ক্রিকেট সংশ্লিষ্ট থেকে বিভিন্ন পর্যায়ের অনেককেই এগিয়ে আসতে দেখা যায়।
এর আগে ২০০৮ সালে বাংলাদেশের জার্সিতে জাতীয় দলে অভিষেক হয় রুবেলের। এরপর বিরতি দিয়ে ২০১৩ সালের শ্রীলঙ্কা সফরে রুবেলকে দলে নেওয়া হয়। তবে একাদশে সুযোগ মেলেনি তার।
পরবর্তীতে ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে খেলার সুযোগ পান, ওই ম্যাচেই তিনি ৩ উইকেট শিকার করেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সাদামাটা খেলায় আবার জাতীয় দল থেকে বাদ পড়েন এই স্পিনার।