জুনে পিএসজিতে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। তিনি প্যারিস ছাড়বেন তা অনেকটাই নিশ্চিত। আর্জেন্টাইন বিশ্বজয়ীকে পেতে এর আগে সৌদি ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের খবর, মেসির জন্য আরও ১০০ মিলিয়ন ইউরো বাড়িয়েছে সৌদি ক্লাবটি। অর্থাৎ আল হিলালের নতুন প্রস্তাবে রাজি হলে ৫০০ মিলিয়ন ইউরো পাবেন আর্জেন্টাইন অধিনায়ক।
এর আগে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছিল দুবছরের জন্য। কাদেনা সার তাদের রিপোর্টে বলছে, এবার মেসিকে ৫০০ মিলিয়ন ইউরো দেওয়া হতে পারে এক বছরের জন্য! কিছু দিন আগে মেসি ও আল-হিলাল দুই পক্ষের মধ্যে চুক্তি হয়ে যাওয়ার দাবি করেছিল বার্তা সংস্থা এএফপি। যদিও তা অস্বীকার করেন মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি।
মেসিকে দলে ফেরাতে মুখিয়ে আছে বার্সেলোনাও। তবে ক্লাবের অর্থনৈতিক অবস্থাতে কাজটা কঠিন তাদের জন্য। খরচ কমাতে হবে ২০০ মিলিয়ন ইউরো। আল-হিলাল যদি সত্যি নতুন প্রস্তাব দিয়ে থাকে তবে বার্সার চ্যালেঞ্জটা আরও বেড়ে গেল।