নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিজ বাড়িতে বিদ্যুতের সংযোগ ঠিক করতে লেগে বিদ্যুৎপৃষ্টে আইয়ুব হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়গাছা ইউপির বড়গাছা দক্ষিণপাড়া গ্রামে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত আইয়ুব হোসেন বড়গাছা দক্ষিণপাড়া গ্রামের রইচ উদ্দীনের ছেলে।
নিহতের ভাই আজিজুল ইসলাম জানান, এদিন বিকেল আনুমানিক ৪টার দিকে আইয়ুব তার নিজ ঘরের বিদ্যুতের নষ্ট সুইচবোর্ড ঠিক করছিলেন। এ সময় টেষ্টার দিয়ে লাইন চেক করতে লেগে আইয়ুব বিদ্যুৎপৃষ্ট হয়ে চিৎকার করতে করতে ঘরের মেঝেতে টলে পড়ে। আমরা পরিবারের লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইয়ুবকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছিল। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।