কুৃষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
ঢাকাস্থ ভেড়ামারা সমিতির প্রবাসী সদস্যরা দেশে ফিরে সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এলাকার কল্যাণে আরো অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
জাপান প্রবাসী প্রকৌশলী ড. জহির উদ্দিন, কানাডা প্রবাসী আলিম আল রাজী বাবু ও যুক্তরাষ্ট্র প্রবাসী আশীষ কুমার আগারওয়াল মুন্না গত বুধবার বিকেলে ভেড়ামারা সমিতির মহাসচিব, এস.পি মেহেদী হাসান সুমন’র অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় ভেড়ামারা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রতি দেশে আসা প্রবাসী সদস্যরা ভেড়ামারা উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সমিতি কর্তৃক চলমান সহায়তা কার্যক্রম আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।