রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খালের পানিতে পড়ে আরিফা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার বড়বড়িয়া পশ্চিমপাড়া গ্রামে। নিহত শিশু আরিফা আক্তার বড়বড়িয়া পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী আব্দুল মালেকের মেয়ে।
স্থানীয়রা জানান, এদিন সন্ধ্যার আগে শিশু আরিফার মা মোবাইল ফোনে মিনিট কার্ড উঠাচ্ছিলেন। এ সময় মায়ের অজান্তে শিশু আরিফা বাড়ির পাশে খালের পাড় দিয়ে হেটে তার নানির পিছন পিছন মাঠের দিকে যাচ্ছিল। এমতাবস্থায় মাঠে যেতে লেগে অসাবধানতাবশত আরিফা খালের পানিতে পড়ে যায়। তার মা আরিফাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে খালের পানিতে শিশু আরিফাকে ভাসতে দেখেন স্থানীয়রা। এ সময় শিশু আরিফাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শিশু আরিফার মৃত্যুর খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি।