চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বলে মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি নিন্দা জানিয়েছে চীন। বাইডেনের এ মন্তব্যকে ‘অত্যন্ত অযৌক্তিক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে দেশটি।
বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ায় একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো একটি চীনা গুপ্তচর বেলুন ঘিরে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে শি বিব্রত।
তিনি আরও বলেন, “আমরা চীনা গুপচর বেলুনগুলো ধ্বংস করে দেওয়ায় শি জিনপিং খুব বিরক্ত হয়েছিলেন। তিনি (জিনপিং) জানতেনই না, সেখানে এমনটি হতে পারে। স্বৈরশাসকদের জন্য এটি বড় বিব্রতকর বিষয়। যখন তারা জানত না কী হয়েছে।“
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের দুইদিনের সফরের পরপরই এমন মন্তব্য করেন বাইডেন।
বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “বাইডেনের মন্তব্য “সম্পূর্ণভাবে সত্যের বিরুদ্ধে এবং গুরুতরভাবে কূটনৈতিক আচরণ লঙ্ঘন করে।“ তার মন্তব্য চীনের রাজনৈতিক মর্যাদাকে মারাত্মকভাবে লঙ্ঘন করে বলে জানান মাও নিং।
একটি ব্রিফিং এ মাও নিং আরও বলেন, “এটি একটি স্পষ্ট রাজনৈতিক উসকানি। চীন এই মন্তব্যের তীব্র অসন্তোষ এবং বিরোধিতা প্রকাশ করে।
এ বিষয়ে বেইজিং থেকে আল জাজিরার প্রতিবেদক ক্যাটরিনা ইউ জানান, “এটি শক্তিশালী ভাষা। বেইজিং স্পষ্টতই এই বিষয়ে খুব ক্ষুব্ধ।”
তিনি আরও বলেন, বাইডেনের এ ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক স্থিতিশীল করার ক্ষেত্রে একটি বড় আঘাত হয়ে দাড়াতে পারে। এমনকি এটি ভবিষ্যতে বাইডেন এবং শির মধ্যে বৈঠকের পরিকল্পনাকে বাঁধাগ্রস্ত করে তুলতে পারে।
শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মাও সেতুংয়ের পর তাকে চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে গন্য করা হয়।