ল্যাবে তৈরি মাংস ও সকল ধরনের কৃত্রিম খাদ্য নিষিদ্ধ করছে ইতালি। মূলত স্বাস্থ্য সুরক্ষায় প্রাকৃতিক খাবারে গুরুত্ব প্রদান ও দেশীয় খাদ্যের ঐতিহ্য রাখতে এমন সিদ্ধান্তই নিয়েছে দেশটির সরকার। খবর নিশ্চিত করেছে বিবিসি।
সেই লক্ষ্যে ইতোমধ্যে পার্লামেন্টে বিল উত্থাপন করা হয়েছে ।এই বিলটির প্রতি সমর্থন জানিয়েছে ইতালির ক্ষমতাসীন সরকার। বিলটি পাস হলে ল্যাবে তৈরি মাংস ও অন্যান্য কৃত্রিম খাদ্যও নিষিদ্ধ করা হবে বলে জানা যায় । আইন ভাঙলে ৬০ হাজার ইউরো পর্যন্ত জরিমান করা হতে পারে নিশ্চিত করা হয়েছে।
ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো লোলোব্রিগিদা বলেছেন যে দেশের কৃষি ও খাদ্যের ঐতিহ্য রক্ষা করাটাই এই বিলের লক্ষ্য। এই বিলটি সংসদে পাস হলে মেরুদণ্ডী প্রাণীর কোষ বা টিস্যু থেকে কৃত্রিম খাদ্য উৎপাদন করার অনুমতি প্রদান করা হবে না।
অন্যদিকে এরমধ্যে সরকারের নেয়া পদক্ষেপের বেশ প্রশংসা দেশটির কৃষকরা। কিন্তু পশু অধিকার গ্রুপগুলোর জন্য একটি ধাক্কা। এরকারণ কার্বন নির্গমন এরজন্য পরিবেশকে রক্ষা করাসহ প্রাণি হত্যা বন্ধ করতে ল্যাব নির্মিত মাংস উৎপাদনের সমর্থক দিয়ে ছিলো এই গোষ্ঠীগুলো।
এন আর ডি টিভি আছে থাকবে সব সময় সব জায়গায় আপনাদের সেবায়।
Source:
NRD NEWS
Via:
NRD TV