গতকাল ২৪/০৩/২০২৩ খ্রি: তারিখ অনুমান ২১.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মো: আবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন রেল গেইটস্থ রসমেলা নামীয় মিষ্টির দোকানের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী ১। রাজু আহমদ @ ঝাড়– মিয়া (২৩), পিতা-মৃত তাজু মিয়া, মাতা-আফরোজা বেগম, সাং-আহমদ নগর, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমানে-বারখলা, আহাদ মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ছিনতাইকারীর দেহ তল্লাশী করিয়া একটি ষ্টীলের টিপ চাকু জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২০/৫১, তাং-২৫/০৩/২০২৩ খ্রিঃ, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী/২০১৯) এর ৪/৫, রুজু করা হয়। আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। উল্লেখ্য যে, ধৃত আসামী রাজু আহমদ @ ঝাড়– মিয়া (২৩) এর বিরুদ্ধে ১। দক্ষিণ সুরমা থানার মামলা নং-২/১৩৭, তারিখ-০১ আগস্ট, ২০২২; ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এবং ২। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার ,এফআইআর নং-০৩, তারিখ-০৫ নভেম্বর, ২০১৩; তারিখ-০৫ নভেম্বর, ২০১৩; ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ একাধিক মামলা রহিয়াছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জনাব মো: শামসুদ্দোহা, পিপিএম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।